Search
Close this search box.
Search
Close this search box.

আবারো নিজের কথা থেকে সরে আসলেন ট্রাম্প

kim-trumpমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য তিনি তাড়াহুড়া করতে চান না এবং এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমাও নেই।

গত মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তিনি একটি চুক্তিতে পৌঁছেছিলেন এবং চুক্তির পর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, শিগগিরি পরমাণু নিরস্ত্রীকরণ শুরু হবে। কিন্তু এখন তিনি তার সুর নরম করেছেন এবং এর মধ্যদিয়ে কার্যত ট্রাম্প তার কথা থেকে পিছু হঁটেছেন বলে মনে হচ্ছে।

chardike-ad

গতকাল (মঙ্গলবার) ট্রাম্প সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে এবং তা খুবই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলন, “আমাদের কেনো সময়সীমা নেই, আমাদের কোনো গতিরও সীমা নেই।”

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট পুতিনও এ বিষয়ে জড়িত হতে যাচ্ছেন বলে তিনি জানান।

গত ১২ জুন ট্রাম্প ও কিম জং উন সিঙ্গাপুরে শীর্ষ সম্মেলনে বসেন এবং কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করার বিষয়ে চুক্তি সই করেন। তবে এ পর্যন্ত বিষয়টিতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

সৌজন্যে- পার্সটুডে