Search
Close this search box.
Search
Close this search box.

এশিয়ার সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তিনটি কোরিয়ার

 

chardike-ad
ডেস্ক রিপোর্টঃ প্রথমবারের মত এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর দশটিতে কোরিয়ার তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিখ্যাত কিউসি র‍্যাংকিং ২০১২ এ কোরিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান ছিল অনেকটাই অবাক করার মত। কোরিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি চতুর্থ, কাইস্ট সপ্তম এবং পোসটেক নবম স্থানে রয়েছে। ২০১১ সালের র‍্যাংকিংযে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি ষষ্ট স্থানে ছিল।কোরিয়ার কোন ইউনিভার্সিটি এবারই প্রথম কোন র‍্যাংকিংযে টোকিও বিশ্ববিদ্যালয়ের আগে স্থান পেল। হংকং ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি তালিকায় সবার শীর্ষে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিংগাপুর দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

 

কোরিয়ার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইয়নসে ইউনিভার্সিটি ১৬তম, কোরিয়া ইউনিভার্সিটি ২১তম, সংগিয়ংগোয়াং ইউনিভার্সিটি ২৪তম অবস্থানে রয়েছে। এশিয়ার সেরা একশ বিদ্যাবিদ্যালয়ের মধ্যে আরো স্থান পেয়েছে হানিয়াং ইউনিভার্সিটি (৩৩তম), ইহোয়া উইমেন্স ইউনিভার্সিটি(৪০তম), খিয়ংহি ইউনভার্সিটি(৪১তম), সগাং ইউনিভার্সিটি (৫১ তম), বুসান ন্যাশনাল ইউনিভার্সিটি (৬৩), ইনহা ইউনিভার্সিটি (৬৮তম),হানগুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ (৬৯), খিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি (৭০তম), জুঙ্গয়াং ইউনিভার্সিটি(৮২তম), ইউনিভার্সিটি অব সিউল(৮৩তম), ক্যাথলিক ইউনিভার্সিটি অব কোরিয়া (৯৪তম), উলসান ইউনিভার্সিটি (৯৯তম), হাল্লিম ইউনিভার্সিটি (১০০তম)।