foldable-smartphoneএ বছরই ভাঁজযোগ্য ডিসপ্লের ফোন আনবে স্যামসাং। আগামী বছর পর্যন্ত অপেক্ষা করবে না তারা। আর এ খবর দিয়েছেন খোদ তাদের মোবাইল শাখার সিইও ডিজে কোহ।

সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানান ডিজে কোহ। সম্ভবত, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য স্যামসাং ডেভেলপার কনফারেন্সেই ফোনটি উন্মোচন করা হবে। তিনি আরও জানিয়েছেন, ফোনটি ভাঁজ করা অথবা খোলা দুটি অবস্থায়তেই ব্যবহার করা যাবে।

chardike-ad

ট্যাবলেটের বাজার দখলের জন্য ডিভাইসটি তৈরি করা হচ্ছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্যাবলেটের সঙ্গে যদি পার্থক্য না থাকলে তো আর ইনোভেশন হলো না। তার দাবি, পুরো ডিসপ্লে না খুলেই বেশিরভাগ কাজ করা যাবে। তবে ব্রাউজ করা বা মুভি দেখার সময় ডিসপ্লে খুলতে উৎসাহী হবেন ব্যবহারকারীরা।

আগামী বছর অন্যান্য নির্মাতারাও ভাঁজযোগ্য ডিসপ্লের ফোন নিয়ে হাজির হবে, সেজন্য  স্যামসাং তাদের ফোনটি যত দ্রুত সম্ভব বাজারে আনতে চাইছে।