Search
Close this search box.
Search
Close this search box.

১৬ বছর কাতার থেকে দেশে ফিরে জাহিদের মৃত্যু

jahid১৬ বছর কাতার থেকে দেশে ফিরে জাহিদের অকাল মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জামান। আহমদ জাহেদের মৃত্যুতে কাতারে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আহমদ জাহেদের দেশের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার কাদিরপুর। জানা গেছে, কাতারে অবস্থানকালে আহমদ জাহেদ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনে যুক্ত ছিলেন। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চিরন্তন বাউল সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাতারে প্রবাসীদের মাঝে তার ব্যাপক পরিচিতি ছিল।

chardike-ad

তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন। জাহেদের ভাই কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল আহম্মদ চৌধুরী।

উল্লেখ্য, ১৬ বছর কাতারে থেকে ২০১৭ সালে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি দেশেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

সৌজন্যে- জাগো নিউজ