Search
Close this search box.
Search
Close this search box.

ভারতের অাকাশে পাক হেলিকপ্টার ঘিরে উত্তেজনা

poonch-helicopterভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি হেলিকপ্টার ঢুকে পড়ার ঘটনায় দুই দেশের নিরাপত্তাবাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১৩ মিনিটের দিকে পাকিস্তানের একটি হেলিকপ্টার কাশ্মিরের আকাশ সীমায় ঢুকে পড়ে। এ সময় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ওই হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করার চেষ্টা করলে তা ব্যর্থ হয়।

এনডিটিভি বলছে, জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় ভারতীয় আকাশসীমায় একটি পাকিস্তানি হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এ ঘটনা সম্পর্কে অবগত সংশ্লিষ্ট সূত্র বলছে, হেলিকপ্টারটিতে গুলি চালিয়ে ভূপাতিত করার চেষ্টা করেছে ভারতীয় সেনাবাহিনী।

chardike-ad

পাক-ভারত উভয় দেশের স্বীকৃত বিধান অনুযায়ী, লাইন অব কন্ট্রোলের এক কিলোমিটারের মধ্যে আকাশসীমায় দুই দেশের কোনো হেলিকপ্টার ও ১০ কিলোমিটারের মধ্যে কোনো বিমান আসতে পারবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পুঞ্চের পাহাড়ি এলাকায় সাদা হেলিকপ্টারটি উড়ছে। বিমানটিকে ভূপাতিত করার চেষ্টায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের ক্রমাগত গুলি ছোড়ার শব্দ শোনা যায়।

এনডিটিভি বলছে, স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটে পুঞ্চের পাহাড়ি এলাকায় প্রথম ওই হেলিকপ্টারটিকে উড়তে দেখা যায়। ভারতীয় সেনাবাহিনী হেলিকপ্টার বিধ্বংসী ছোট অস্ত্র ব্যবহার করায় সেটি পাক অধিকৃত কাশ্মিরের দিকে চলে যায়। তবে এ সময় বিমান বিধ্বংসী ভারী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি।