Search
Close this search box.
Search
Close this search box.

পারমাণবিক সাইট পরিদর্শনে সম্মতি উত্তর কোরিয়ার

pampeoআন্তর্জাতিক পরিদর্শকদের উত্তর কোরিয়ার ধ্বংসকৃত পারমাণবিক পরীক্ষার সাইট পরিদর্শন করতে দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কিম জং উনের সাথে বৈঠকের পর সোমবার তিনি একথা জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমানবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নেয়ার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সিংগাপুরে কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পারমানবিক নিরস্ত্রীকরণ বিষয়ে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল তা এগিয়ে নিতে পম্পেও উত্তর কোরিয়ার নেতার সঙ্গে রোববার পিয়ংইয়ং এ বৈঠক করেন

chardike-ad

পম্পেও বলেন, ‘ধ্বংসকৃত পারমাণবিক পরীক্ষার সাইট পুংগেই-রি দেখতে ‘চেয়ারম্যান কিম বলেছেন, পরিদর্শনের অনুমতি দিতে তার সম্মতি রয়েছে।’

পম্পেও তার এক ঝড়ো কূটনৈতিক সফরে বেইজিং এর উদ্দেশে যাত্রা করার আগে সিউলে সাংবাদিকদের বলেন, খুব শীগ্রই দুই পক্ষের সমঝোতার মাধ্যমে ওই পরিদর্শকদের অনুমতি দেয়া হবে।

উত্তর কোরিয়ায় পারমাণবিক নিরস্ত্রীকরণ ‘একটি দীর্ঘ প্রক্রিয়া’ তবে এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান পম্পেও। এ নিয়ে পম্পেও উত্তর কোরিয়ায় চতুর্থবার সফর করলেন।