Search
Close this search box.
Search
Close this search box.

দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারালো দক্ষিণ কোরিয়া!

south-korea-uruguay

কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়া দলের দায়িত্ব নিয়েছেন পর্তুগিজ কোচ পাউলো বেন্তো। গতকাল শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে তাঁর দল। তিনি দায়িত্ব গ্রহণের পর তিনটি ম্যাচের মধ্যে দ্বিতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া।

chardike-ad

প্রথমার্ধে দুই দলই গোলের সম্ভাবনা সৃষ্টি করেছিল। তবে গোলরক্ষকদের নৈপুণ্যে গোল পায়নি কোনো দলই। অন্যদিকে ১৯৩০ সাল এবং ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা আক্রমণ শানিয়েছে বারবার। কখনো প্রকট হয়ে দেখা দিয়েছে ফিনিশিংয়ের অভাব, কখনো লক্ষ্যের অনেক বাইরে দিয়ে বল চলে গেছে পার্শ্বরেখার বাইরে।

দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই সুযোগ সৃষ্টি করতে থাকে কোরিয়া। ডি বক্সে ফাউলের সুবাদে পেনাল্টি কিক পেয়ে যায় তারা। উই যো হোয়াং ৬৬ মিনিটের মাথায় গোলরক্ষক হয়ে ফেরত আসা পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দলকে। তবে মাত্র ছয় মিনিট পরই সমতায় ফেরে উরুগুয়ে। ডি বক্সে বল পেয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে দুর্দান্ত শটে জালে বল জড়ান উরুগুয়ের মাতিয়াস ভেসিনো। তবে শেষ রক্ষা হয়নি দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ৮০ মিনিটে কর্নার থেকে বল পেয়ে গোলপোস্টের কয়েক হাত দূরে থেকেই গোল করেন দক্ষিণ কোরিয়ার উও ইয়াং জুং।  আর কোনো গোল হয়নি সেই ম্যাচে। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে উরুগুয়েকে।

সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর বেন্তো প্রথম ম্যাচ জিতেছিলেন কোস্টারিকার বিপক্ষে। চিলির বিপক্ষে গোলশূন্য ড্র হলেও দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ অবশ্যই উজ্জীবিত করবে তাঁর দলকে। এনটিভি।