Search
Close this search box.
Search
Close this search box.

দেয়াল ভেঙে ১৩৬ যাত্রী নিয়ে উড়ে গেল বিমান

bimanঅল্পের জন্য রক্ষা পেয়েছে উড়ন্ত এয়ার ইন্ডিয়ার ১৩৬ জন যাত্রী। ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমান বন্দরে ঘটে ঘটনাটি। প্লেনটির চাকা বিমানবন্দরের সীমানা প্রাচীরের দেয়ালে ধাক্কা দেয়। তবে সেটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন পাইলট। বৃহস্পতিবার রাত ১টা ১৯ মিনিটে দুবাইগামী প্লেনটি দুর্ঘটনার পর ত্রিচি থেকে মুম্বাইতে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় বিমানবন্দরের সীমানা প্রাচীরের একাংশ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্লেনটিও। পাশে থাকা কয়েকটি অ্যান্টেনাও ক্ষতিগ্রস্থ হয়েছে। ওড়ার সময়েই প্লেনের পেছনের চাকা বিমানবন্দরের সীমানা দেয়ালে ধাক্কা দেয়। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খায়, তা তদন্ত করে দেখা হচ্ছে।

chardike-ad

এদিকে নিরাপদে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হলেও শাস্তি এড়াতে পারেননি পাইলট ও কো-পাইলট। ফ্লাইটের পাইলট এবং সহকারী পাইলটকে গ্রাউন্ডেড করা হয়েছে এবং আপাতত তাদের কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না।

সূত্র: আনন্দবাজার