বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ধর্ম ১৭ অক্টোবর ২০১৮, ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবের দৃষ্টিনন্দন কাঁচের তৈরি মসজিদ


transparance-mosqueসৌদি আরবে ‘প্যারাডাইজ হ্যাজ ম্যানি গেটস’ নামক আর্ট প্রকল্পের আওতায় প্রথমবারের মতো নির্মিত হলো ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ মসজিদ। এটি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যাবে। ‘প্যারাডাইজ হ্যাজ ম্যানি গেটস’ অর্থাৎ ‘জান্নাতে অনেক দরজা’ নামক প্রকল্পটি সৌদি বংশোদ্ভূত শিল্পী আজলান ঘারেম দ্বারা পরিচালিত। তার শৈল্পিক ভাবনায় নির্মিত হয়েছে।

transparance-mosque

রাতে বৈদ্যুতিক আলোয় আলোকিত কাঁচে নির্মিত মসজিদ।

শিল্পী আজলান ঘারেম মসজিদটি নির্মাণ করেছেন স্টিল, প্লেক্সিগ্লাস, অ্যালুমিনিয়ামের সঙ্গে বৈদ্যুতিক আলোর সংযোজন ঘটিয়েছেন।

transparance-mosque

দৃষ্টিনন্দন কাঁচের তৈরি মসজিদের মিনার।

transparance-mosque

শিল্পী আজলান ঘারেম-এর নির্মিত এ মসজিদটি কানাডার ভ্যানকুজারের ভ্যানিয়ার পার্কে দুই বছরের জন্য নেয়া হয়েছে।

transparance-mosque

অসামান্য আইডিয়ার আলোকে নির্মিত এ মসজিদটির জন্য আজলান ঘারেম বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা লাভ করেছেন।