Search
Close this search box.
Search
Close this search box.

মাশরাফি-সাকিবের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন পাপন

shakib-papon-mashআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে দেখা করে মনোনয়নপত্র সংগ্রহ থেকে সরে আসেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টি গত কয়েকদিন ধরেই টক অব দ্য কান্ট্রি। এ নিয়ে এতদিন বিসিবির কেউ মুখ খোলেননি। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে বলতেই হলো দেশের বর্তমান দুই অধিনায়ককে নিয়ে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি সম্পর্কে পাপন বলেন, তার উইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা কম। বিসিবি সভাপতির ভাষায়, ‘ওর কর্মসূচি কী, ঠিক জানি না। আজ ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তখন বিস্তারিত কথা হবে। যদি সুযোগ থাকে, সে অবশ্যই খেলবে। আমরা মনে করি সে দলে অধিনায়ক হিসেবে খেলছে, পারফরমার হিসেব নয়। তার সঙ্গে আজ রাতে আমার কথা হবে। ক্যারিবীয়দের বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম। তবে এক দিনের জন্যও যদি সময় থাকে, সে অবশ্যই খেলবে।’

chardike-ad

মাশরাফি এবং সাকিবের রাজনীতিতে আসা আগাম কিনা এ বিষয়ে বিসিবি সভাপতির বক্তব্য, ‘সাকিবও নির্বাচনে আগ্রহী ছিল। আমরা মনে করি আরও ৪-৫ বছর সে জাতীয় দলে খেলতে পারবে। তাই তাকে এবার নির্বাচন করতে না করা হয়েছে। অপরদিকে মাশরাফি হয়ত বিশ্বকাপের পরই অবসরে যাবে, ফলে রাজনীতির মাঠে সে বেশি সময় দিতে পারবে।’

সৌজন্যে- কালের কণ্ঠ