Search
Close this search box.
Search
Close this search box.

সাবেক ১০ সেনা কর্মকর্তার গণফোরামে যোগদান

ganoforumগণফোরামে যোগ দিয়েছেন দেশের ১০ জন সাবেক সেনা কর্মকর্তা। সোমবার বিকেলে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে তারা আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

জানা গেছে, সাবেক কর্মকর্তারা হলেন—মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর (পিএসসি এমডিএস), প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলি, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ শহিদুল্লাহ (পিএসসি এমডিএস), মেজর (অব.) মাসুদুল হাসান পিএইচডি, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. বদরুল আলম সিদ্দিক (পিএসসি), স্কোয়াড্রন লিডার (অব.) আলহাজ্ব মো. ফোরকান আলম খান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ এফ এম নুরুদ্দিন (পিএসসি), স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ ও স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।

chardike-ad

যোগদান অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, আ অ ম শফিকউল্লাহ, জগলুল হায়দার আফ্রিকসহ গণফোরামের নেতারা।

অনুষ্ঠানে যোগদানকারীদের স্বাগত জানিয়ে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ৩০ ডিসেম্বর জাতির জন্য একটি চ্যালেঞ্জের দিন। সেই দিনে দেশে আমরা শুভ পরিবর্তনের লক্ষ্যে নির্বাচনে যাচ্ছি জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে। আজ যারা যোগদান করলেন, তারা এ লড়াইয়ে অবতীর্ণ হবেন

এ সময় লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে দেশ উচ্চ আয়ের দেশে পরিণত হবে, দেশে নিখুঁত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ এগিয়ে যাবে।

এর আগে রোববার ধানের শীষ প্রতীকে ভোটে লড়াই আগ্রহ প্রকাশ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য গণফোরামে যোগ দেয়া আওয়ামী লীগ আমলের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ারপুত্র ড. রেজা কিবরিয়া।