Search
Close this search box.
Search
Close this search box.

মিরাজের রেকর্ডের পর রেকর্ড

mirajঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। নিঃসন্দেহে এ জয়ের নায়ক ম্যাচে ১২ উইকেট নেয়া মেহেদি হাসান মিরাজ। নিজ দলকে অবিস্মরণীয় জয় এনে দেয়া ম্যাচে রেকর্ডও গড়েছেন একগাদা।

প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নেয়ার পরে, দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে নিয়েছেন পাঁচটি। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে মাত্র ১১৭ রানে ১২ উইকেট। যা কি-না ম্যাচে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড। এতোদিন ধরে বাংলাদেশের পক্ষে টেস্ট ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ডটা ছিলো মিরাজেরই দখলে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৯ রান খরচায় ১২ উইকেট নিয়েছিলেন তিনি।

chardike-ad

ম্যাচ শুরুর আগে মিরাজের টেস্ট ক্যারিয়ারের মোট উইকেট সংখ্যা ছিলো ৭২টি। এ ম্যাচে ১২টি নিয়ে উইকেট সংখ্যাকে নিয়ে গেলেন ৮৪তে। এরই সাথে মাশরাফি বিন মর্তুজাকে (৭৮) পেছনে ফেলে দেশের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন মিরাজ। তাও কি-না মাত্র ১৮ ম্যাচ খেলেই। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের ২০৫টি।

২০১৮ সালে ৮ ম্যাচের ১৪ ইনিংসে বোলিং করে মিরাজের উইকেট সংখ্যা ৪১টি। যা কি-না এক বছরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। এক বছরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটাও এ বছরেই গড়েছেন তাইজুল ইসলাম। তিনি ৭ ম্যাচের ১৩ ইনিংসে নিয়েছেন ৪৩টি উইকেট।

ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৫৮ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন মিরাজ। এটি বাংলাদেশের পক্ষে এ্ক ইনিংসে তৃতীয় সেরা বোলিং ফিগার। এখানেও যথারীতি সেরা তাইজুল ইসলাম। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৩৯ রান খরচায় ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

এছাড়াও এ ম্যাচে দুই ইনিংসে মোট ১২ উইকেট নিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচে দশ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন মিরাজ। তার আগে বাংলাদেশের পক্ষে কেবল সাকিব আল হাসান পেরেছেন এ অর্জন ছুঁতে। তবে যেখানে সাকিবের লেগেছিল ১০ বছর, সেখানে মাত্র তিন বছরেই দ্বিতীয়বার ম্যাচে দশ উইকেট নিয়েছেন মিরাজ।

দেশের ইতিহাসের সেরা বোলিং ফিগার

১/ তাইজুল ইসলাম – ৮/৩৯, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৪
২/ সাকিব আল হাসান – ৭/৩৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০০৮
৩/ মেহেদি হাসান মিরাজ – ৭/৫৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮
৪/ এনামুল হক জুনিয়র – ৭/৯৫, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৫
৫/ শাহাদাত হোসেন রাজীব – ৬/২৭, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০০৮

দেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা

১/ সাকিব আল হাসান – ২০৫*
২/ মোহাম্মদ রফিক – ১০০
৩/ তাইজুল ইসলাম – ৯৬*
৪/ মেহেদি হাসান মিরাজ – ৮৪*
৫/ মাশরাফি বিন মর্তুজা – ৭৮*

বাংলাদেশের পক্ষে ম্যাচে দশ উইকেট নেয়ার কীর্তিগুলো

১/ মেহেদি হাসান মিরাজ – ১২/১১৭, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮
২/ মেহেদি হাসান মিরাজ – ১২/১৫৯, প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১৬
৩/ এনামুল হক জুনিয়র – ১২/২০০, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৫
৪/ তাইজুল ইসলাম – ১১/১৭০, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৮
৫/ সাকিব আল হাসান – ১০/১২৪, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৪

এক বছরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট

১/ তাইজুল ইসলাম – ৪৩ উইকেট, ২০১৮
২/ মেহেদি হাসান মিরাজ – ৪১ উইকেট, ২০১৮
৩/ মোহাম্মদ রফিক – ৩৩ উইকেট, ২০০৩
৪/ সাকিব আল হাসান – ৩০ উইকেট, ২০০৮
৫/ সাকিব আল হাসান – ২৯ উইকেট, ২০১৭