Search
Close this search box.
Search
Close this search box.

mirajঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। নিঃসন্দেহে এ জয়ের নায়ক ম্যাচে ১২ উইকেট নেয়া মেহেদি হাসান মিরাজ। নিজ দলকে অবিস্মরণীয় জয় এনে দেয়া ম্যাচে রেকর্ডও গড়েছেন একগাদা।

প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নেয়ার পরে, দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে নিয়েছেন পাঁচটি। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে মাত্র ১১৭ রানে ১২ উইকেট। যা কি-না ম্যাচে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড। এতোদিন ধরে বাংলাদেশের পক্ষে টেস্ট ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ডটা ছিলো মিরাজেরই দখলে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৯ রান খরচায় ১২ উইকেট নিয়েছিলেন তিনি।

chardike-ad

ম্যাচ শুরুর আগে মিরাজের টেস্ট ক্যারিয়ারের মোট উইকেট সংখ্যা ছিলো ৭২টি। এ ম্যাচে ১২টি নিয়ে উইকেট সংখ্যাকে নিয়ে গেলেন ৮৪তে। এরই সাথে মাশরাফি বিন মর্তুজাকে (৭৮) পেছনে ফেলে দেশের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন মিরাজ। তাও কি-না মাত্র ১৮ ম্যাচ খেলেই। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের ২০৫টি।

২০১৮ সালে ৮ ম্যাচের ১৪ ইনিংসে বোলিং করে মিরাজের উইকেট সংখ্যা ৪১টি। যা কি-না এক বছরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। এক বছরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটাও এ বছরেই গড়েছেন তাইজুল ইসলাম। তিনি ৭ ম্যাচের ১৩ ইনিংসে নিয়েছেন ৪৩টি উইকেট।

ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৫৮ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন মিরাজ। এটি বাংলাদেশের পক্ষে এ্ক ইনিংসে তৃতীয় সেরা বোলিং ফিগার। এখানেও যথারীতি সেরা তাইজুল ইসলাম। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৩৯ রান খরচায় ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

এছাড়াও এ ম্যাচে দুই ইনিংসে মোট ১২ উইকেট নিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচে দশ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন মিরাজ। তার আগে বাংলাদেশের পক্ষে কেবল সাকিব আল হাসান পেরেছেন এ অর্জন ছুঁতে। তবে যেখানে সাকিবের লেগেছিল ১০ বছর, সেখানে মাত্র তিন বছরেই দ্বিতীয়বার ম্যাচে দশ উইকেট নিয়েছেন মিরাজ।

দেশের ইতিহাসের সেরা বোলিং ফিগার

১/ তাইজুল ইসলাম – ৮/৩৯, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৪
২/ সাকিব আল হাসান – ৭/৩৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০০৮
৩/ মেহেদি হাসান মিরাজ – ৭/৫৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮
৪/ এনামুল হক জুনিয়র – ৭/৯৫, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৫
৫/ শাহাদাত হোসেন রাজীব – ৬/২৭, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০০৮

দেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা

১/ সাকিব আল হাসান – ২০৫*
২/ মোহাম্মদ রফিক – ১০০
৩/ তাইজুল ইসলাম – ৯৬*
৪/ মেহেদি হাসান মিরাজ – ৮৪*
৫/ মাশরাফি বিন মর্তুজা – ৭৮*

বাংলাদেশের পক্ষে ম্যাচে দশ উইকেট নেয়ার কীর্তিগুলো

১/ মেহেদি হাসান মিরাজ – ১২/১১৭, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮
২/ মেহেদি হাসান মিরাজ – ১২/১৫৯, প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১৬
৩/ এনামুল হক জুনিয়র – ১২/২০০, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৫
৪/ তাইজুল ইসলাম – ১১/১৭০, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৮
৫/ সাকিব আল হাসান – ১০/১২৪, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৪

এক বছরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট

১/ তাইজুল ইসলাম – ৪৩ উইকেট, ২০১৮
২/ মেহেদি হাসান মিরাজ – ৪১ উইকেট, ২০১৮
৩/ মোহাম্মদ রফিক – ৩৩ উইকেট, ২০০৩
৪/ সাকিব আল হাসান – ৩০ উইকেট, ২০০৮
৫/ সাকিব আল হাসান – ২৯ উইকেট, ২০১৭