Search
Close this search box.
Search
Close this search box.

জাপানে কর্মী নিয়োগে বিভ্রান্তিকর তথ্য, দূতাবাসের সতর্কতা

japanজাপানে কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে টোকিস্থ বাংলাদেশ দূতাবাস জনস্বার্থে নোটিশ জারি করেছে। ক্রমবর্ধমান কর্মী সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি জাপানে কর্মী নিয়োগে একটি আইন পাশ হয়েছে।

প্রাথমিকভাবে ৮টি দেশ ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার এবং পূর্ব এশিয়ার আরো একটি দেশ বাছাই করা হয়েছে। বাছাই করা দেশের মধ্যে বাংলাদেশের নাম নেই।

chardike-ad

japan-noticeএ তালিকায় বাংলাদেশ আনার জন্য কূটনৈতিকভাবে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া টেকনিক্যাল নিয়োগ প্রক্রিয়া আগের মতো অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাপানে কর্মী নিয়োগের বিষয়ে আর্থিক লেনদেন কিংবা বিভ্রান্তিকর কোনো তথ্য না ছড়ানো জন্য টোকিস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে যেকোনো তথ্য জানার জন্য সরাসরি টোকিস্থ বাংলাদেশ দূতাবাস জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কিংবা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।