Search
Close this search box.
Search
Close this search box.

মাত্র ১৮১ রানেই অলআউট পাকিস্তান

pakistan-alloutসেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে শুরুটা ভালো হলো না পাকিস্তান ক্রিকেট দলের। দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে ম্যাচের প্রথম ইনিংসে ১৮১ রানেই অলআউট হয়ে গিয়েছে তারা। দলের পক্ষে একাই লড়েছেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম।

ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই ইমাম উল হককে ফিরিয়ে প্রথম আঘাত হানেন গতিতারকা কাগিসো রাবাদা। সপ্তম ওভারে ফাখর জামানকে স্লিপে ক্যাচ বানিয়ে রেকর্ড গড়েন ডেল স্টেইন।

chardike-ad

প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে শন পোলক ৪২১ উইকেট নিতে খেলেছিলেন ১০৮টি টেস্টে, বোলিং করতে হয়েছিল ২০২টি ইনিংসে। তার এ রেকর্ড ভেঙে স্টেইন ৪২২তম উইকেটটি নেন ৮৯তম টেস্টের ১৬২তম ইনিংস।

শুরুর এ ধাক্কা আর সামাল দিয়ে ওঠা হয়নি পাকিস্তানের। প্রথম সেশনেই হারিয়ে ফেলে ৪ উইকেট। দ্বিতীয় সেশনে ফিরে গুটিয়ে যান বাকিরাও। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে বাবর আজম ব্যতীট কেবল আজহার আলীর ব্যাট থেকে আসে ৩৬ রান।

মাত্র ১১১ রানেই ৮ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। নবম উইকেট জুটিতে হাসান আলিকে সাথে নিয়ে মাত্র ৫৮ বলে ৬৭ রান যোগ করেন বাবর। ১৫ চারের মারে ৭৯ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে ২ চার ও ১ ছয়ের মারে ২১ রানে অপরাজিতই থেকে যান হাসান আলি।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেন ডুয়াইন অলিভার। ১৪ ওভারের স্পেলে ৩ মেইডেনের সহায়তায় ৩৭ রান খরচায় ৬ উইকেট নেন তিনি। এছাড়া কাগিসো রাবাদা ৩টি ও ডেল স্টেইন নেন ১টি উইকেট।