Search
Close this search box.
Search
Close this search box.

britis-couple২১ সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়েছেন ব্রিটিশ দম্পতি সু ও নোয়েল রেডফোর্ড। এর মাধ্যমে ব্রিটেনের সব থেকে বড় পরিবারের খেতাব মিলেছে পরিবারটির। বর্তমানে সু’র বয়স ৪৩ ও নোয়েল রেডফোর্ডের বয়স ৪৭ বছর। নোয়েল রেডফোর্ড পেশায় একজন বেকারি ব্যবসায়ী।

দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সু মাত্র ১৩ বছর বয়সেই প্রথম সন্তানের জন্ম দেন। আর এ সময় স্বামী নোয়েল রেডফোর্ডের বয়স ১৮ বছর ছিল।

chardike-ad

তাদের সন্তানরা হল- ক্রিস (২৯), সোফি (২৪), ক্লোয়ে (২৩), জ্যাক (২১), ড্যানিয়েল (১৯), লিউক (১৮), মিলি (১৭), কেটি (১৫), জেমস (১৪), এলি (১৩), অ্যামি (১২), জোশ (১১), ম্যাক্স (৯), টিল্লি (৮), অস্কার (৭), ক্যাস্পার (৬), হ্যালী (৩), ফোয়েবে (২), আরকি (১) এবং গত বছরের নভেম্বরে জন্ম নিয়েছে বনি রায়ে।

সংবাদমাধ্যমকে সু বলেন, আমরা আর কোনো সন্তান চাই না। বনির মাধ্যমে আমাদের পরিবারের পূর্ণতা এসেছে। নোয়েল রেডফোর্ড বলেন, কিছু মানুষ দুই থেকে তিনটি সন্তান নিয়েই তাদের পরিবারকে সম্পূর্ণভাবে। কিন্তু আমাদের সম্পূর্ণতা এসেছে ২১ সন্তানের মাধ্যমে।