Search
Close this search box.
Search
Close this search box.

ঢাবি উপাচার্যের ‘১০ টাকায় চা-সিঙ্গাড়া-চপ-সমুচার’ ভিডিও ভাইরাল

duদেশের বর্তমান বাজার দরের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম টাকায় খাবার মেলার তথ্য জানিয়ে উপাচার্যের দেওয়া এক বক্তব্যের ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। উপাচার্য ড. মো. আখতারুজ্জামান রবিবার টিএসসি মিলনায়তনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে এই বক্তব্য দেন।

তার বক্তব্যের ওই অংশের ভিডিও ফেইসবুকে পোস্ট করেছেন নূরনবী সরকার নামে একজন। ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ৩ লাখ ২০ হাজার বার দেখা হয়ে গেছে। তার ওই পোস্ট থেকে ভিডিওটি শেয়ার করেছেন তিন হাজারের বেশি ফেইসবুক ব্যবহারকারী। এই ভিডিও ফেইসবুকে শেয়ার করে মন্তব্য করেছেন অনেকে।

chardike-ad

ভিডিওতে উপাচার্য আখতারুজ্জামানকে বলতে শোনা যায়, ‘তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না, ১০ টাকায় এক কাপ চা, একটি সিঙ্গাড়া, একটি চপ এবং একটি সমুচা, ১০টাকায় পাওয়া যায় বাংলাদেশে। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, বিশ্ববাসী; তাহলে এটি গিনেস বুকে রেকর্ড হবে।’

‘১০ টাকায় এক কাপ চা, গরম পানিও তো ১০ টাকায় পাওয়া যাবে না রাস্তায়। ১০ টাকায় এক কাপ চা, একটি সিঙ্গাড়া, একটি সমুচা এবং একটি চপ-এইগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য।’

https://www.facebook.com/nurnabi.sarkar/videos/10212807965346662