Search
Close this search box.
Search
Close this search box.

দেশের ইলেকট্রনিকস শিল্পে বিনিয়োগ করতে চায় দক্ষিণ কোরিয়া

Bangladesh-South-Koreaদক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাইয়ের মতো বড় বড় কম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন কোরিয়ান রাষ্ট্রদূত হু কং ইল। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের সঙ্গে দেখা করে এ কথা জানান তিনি।

কোরিয়ান রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য কম্পানি স্যামসাং, এসকে, হুন্দাইয়ের মতো কম্পানি বাংলাদেশে ইলেকট্রনিকসসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এই উদ্দেশ্যে কোরিয়ার কম্পানিগুলোর প্রতিনিধিদল ইলেকট্রনিক যন্ত্রপাতির নমুনা নিয়ে বাংলাদেশে আসবে। তখন বিডার সহায়তা কামনা করেন তিনি।

এ সময় কাজী আমিনুল ইসলাম কোরিয়ান প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে স্বাগত জানান। একই সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া বাংলাদেশে একটি কোরিয়ান অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) স্থাপন করতে কোরিয়ার রাষ্ট্রদূতকে অনুরোধ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। কোরিয়ান অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বাংলাদেশ এক হাজার একর জমি সরবরাহ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান।