Search
Close this search box.
Search
Close this search box.

malyasia-bangladeshiমালয়েশিয়ার শাহআলম এলাকার কয়েকটি স্থানে অভিবাসন বিভাগের অভিযানে ১১ বাংলাদেশিসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সেলাংগর ইমিগ্ৰেশনের প্রধান মো. সুকরি নাউয়ির নেতৃত্বে শাহআলম ও কেলাং এলাকার কয়েকটি মুদি দোকান, রেস্টুরেন্ট, ডিস্কোসহ বিদেশি শ্রমিকদের বাসস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের ৬৮ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে ১১ বাংলাদেশিসহ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ভারতে নাগরিক রয়েছেন। তাদেরকে ইমিগ্রেশন আইনের ৬(১)(ছি) ১৯৫৯/৬৩ এবং ১৫(১)(ছি) ধারায় গ্রেফতার দেখানো হয়।

chardike-ad