Search
Close this search box.
Search
Close this search box.

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত

সিউল, ২৫ মার্চ ২০১৪:

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত ও আরো ২০ জনের বেশী আহত হয়েছে। বাসটি একটি পার্বত্য রাস্তা দিয়ে যাওয়ার সময় গিরিখাতে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়।

chardike-ad

2013102461032215734_20

এএফপি’র খবরে বলা হয়, মায়ানমার সীমান্তবর্তী থাইল্যান্ডের তাক প্রদেশে সোমবার স্থানীয় সময় রাত আটটা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় তাক প্রদেশের গভর্নর সুরিয়া প্রসার্তবান্দিদ বলেন, ‘এ দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এদের মধ্যে নয়জন পুরুষ ২১ জন নারী।’

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনায় বাসটি একেবারে দুমড়েমুচড়ে গেছে। বাসটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এটি তুলতে ভারী যন্ত্রের জন্য অপেক্ষা করা হচ্ছে।’
তিনি জানান, গত বছর একই রাস্তায় তিন শতাধিক দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তাগুলোর মধ্যে থাইল্যান্ডের রাস্তা অন্যতম। এ কারণে দেশটি প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।