Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল

malaysia-azhariমালয়েশিয়ার সেরিকামবাগানে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) বাদ মাগরিব শুরু হওয়া এই ওয়াজ মাহফিলে তাফসির পেশ করেন সময়ের আলোচিত বক্তা মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি।

মাহফিলে তিনি বলেন, ‘দুনিয়া ও পরকালের সুস্থতা ও কল্যাণ লাভকারী ব্যক্তিরাই হবেন সবচেয়ে সফল। এ সফলতা লাভে কোরআন-সুন্নাহর বিধিবিধান পালনের বিকল্প নেই।’

chardike-ad

তিনি আরও বলেন, ‘দৈনন্দিন জীবনে সুস্থতা ও কল্যাণ লাভই মানুষের একমাত্র কামনা। যারা দুনিয়াতে সুস্থতা ও কল্যাণ লাভ করবে তাদের পরকালও সাফল্যমণ্ডিত হবে। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) আলাইহি ওয়া সাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে, তারা দুনিয়া ও পরকালের কল্যাণ ও সুস্থতা লাভ করবে।’

malaysia-azhariমিজানুর রহমান আজহারি বলেন, ‘ইসলামই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকেই জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেন না। আর ইসলাম মানেই হলো আত্মসমর্পণ।’

তিনি বলেন, ‘আল্লাহ মানুষের কাছ থেকে যে দ্বীন গ্রহণ করেন, তা শুধু মস্তিষ্ক দ্বারা কোনো কিছু চিন্তা করা নয় এবং মন দ্বারা কোনো কিছুকে সত্য বলে মানাও নয় বরং তা হচ্ছে মস্তিষ্কের চিন্তা ও মনের স্বীকৃতিকে বাস্তবে রূপদান করা। মানুষ দুনিয়ার জীবনের সব কাজে আল্লাহর বিধানকে কার্যকর করবে, নির্বিঘ্নে তার আইন নিজের জীবনে বাস্তবায়ন করবে এবং রাসুলুল্লাহ (সা.) যে নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করবে, এটাই হলো ইসলাম বা আত্মসমর্পণ।’ ওয়াজ মাহফিলে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

আবুবক্কর, সাইফুল ইসলাম, শাহ্ আলম হাওলাদার, শাহ্ জাহান মিয়া, আ. মজিদ, রুহুল আমিন, মেহেদি, ফারুক, রাসেল, আলি মিয়া, টিটু, কামরুল, আব্দুর রহিম ও তুষারের সার্বিক পরিচালনায় ওয়াজ মাহফিলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।