Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ সফরে আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

lee-nakyon
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন। ছবি: সংগৃহীত

নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে তিনদিনের সরকারি সফরে আগামী ১৩ জুলাই বাংলাদেশে আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন। গতকাল (২২ জুন) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ কথা জানান।

তিনি আরো বলেন, এছাড়াও, জলবায়ু পরিবর্তন ইস্যুতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন চারদিনের সফরে আগামী ৮ জুলাই ঢাকা সফর করবেন। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকা নিয়েও কথা বলেন।

chardike-ad

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর মাধ্যমে এ সংকটের সমাধান করতে চায়।