Search
Close this search box.
Search
Close this search box.

korea-bangladeshব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের (কেআইটিএ) আয়োজনে আগামী রোববার (১৪ জুলাই) ঢাকায় ‘কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার (০১ জুলাই) কোরিয়া দূতাবাসে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত হু ক্যাং ইলের মধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কোরীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে অনুষ্ঠেয় ‘কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ওয়ান-কু।

chardike-ad

সভায় এফবিসিসিআই সভাপতি এবং রাষ্ট্রদূত দু’দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। এসময় আলোচনায় কোরীয় দূতাবাসের দ্বিতীয় সচিব এবং এফবিসিসিআই মহাসচিব উপস্থিত ছিলেন।

সৌজন্যে- বাংলা নিউজ