Search
Close this search box.
Search
Close this search box.

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ কিশোরদের

india-bdগত বছর নভেম্বরে নেপালের ললিতপুরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরিয়ে এনেছিল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। এবার সেই শ্রেষ্ঠত্ব জলাঞ্জলি দিলো পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণীতে। বাংলাদেশের কিশোরদের টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের স্বপ্নটা ভেঙ্গে দিলো ভারত। আজ (বৃহস্পতিবার) ভারতের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে বাংলাদেশ হেরে গেছে বিশাল ব্যবধানে। ৪-০ গোলে। এ হারে ৫ দলের টুর্নামেন্ট তৃতীয় হয়ে শেষ করলো লাল-সবুজ জার্সিধারী কিশোররা।

দুপুরে ভুটানের বিরুদ্ধে নেপালের জয়ের পর বাংলাদেশের সামনে পথ খোলা থাকবে একটাই- ফাইনালে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে। কিন্তু কল্যাণীতে সেই চাপ নিতে পারেনি বাংলাদেশের কিশোররা। তাইতো বড় হারে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। ভারত ও নেপাল আগামী ৩১ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে।

স্বাগতিক ভারতকে ২৮ মিনিট পর্যন্ত আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। তারপরও সব প্রতিরোধ ভেঙ্গে যায় বালুর বাধের মতো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা ভারত দ্বিতীয়ার্ধে আরো ৩ গোল দিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। দলের হিমাংসু জাংরা আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। আজ করলেন বাংলাদেশের বিরুদ্ধে ২৯, ৭৪ ও ৭৯ মিনিটে। ৮৯ মিনিটে অন্য গোলটি করেছেন শুভ পাল।

বাংলাদেশ টুর্নামেন্টে চার ম্যাচ খেলে দুটি হারলো। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ভুটানের বিরুদ্ধে ৫-২ ও শ্রীলংকার বিরুদ্ধে ৭-১ গোলে। তৃতীয় ম্যাচে নেপালের কাছে হারে ৪-১ গোলে।

Facebook
Twitter
LinkedIn
Email