Search
Close this search box.
Search
Close this search box.

পর্যটকদের সাথে ঘটা কিছু মজার ঘটনা

Tourist-Photosপ্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে বের হয়। ভ্রমণে সুখকর স্মৃতির সাথে কিছু হাস্যকর ও খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় পর্যটকরা। পর্যটকদের সাথে ঘটা এমনই কিছু মজার ছবি নিয়েই আজকের আয়োজন। চলুন দেখে দেখে নেয়া যাক-

Tourist-Photos
ভয় পাবেন না, আপনাদের কোন ক্ষতি করবো না। জাস্ট একটা ছবি তুলবো!
Tourist-Photos
হাতিদের ভালোবাসা অবাক করেছে এই পর্যটকদের!
Tourist-Photos
নিশ্চিত, ছবিটি দেখার পর এই পর্যটক বিস্মিত হবেন এবং সারাজীবন মনে রাখবেন!
Tourist-Photos
ঢেউ পারিবারিক এই ছবিটি নষ্ট করে দিলো!
Tourist-Photos
টাইমিংটা ভালোই ছিলো, তবে এই পর্যটক দেখতে চেয়েছিলেন মানুষ বিপদে কতোটা সাহায্যের হাত বাড়ায়!
Tourist-Photos
ভুল যখন মারাত্নক হয়, তবে এই ভুল মানুষের হাসির খোরাক হতে যথেষ্ট!
Tourist-Photos
ভেতরে কি আছে একটু দেখি!
Tourist-Photos
শিশুটির ছবি তোলার ধরণটা খুবই ভালো।
Tourist-Photos
মনে হতে পারে পর্যটকদের জন্য মরণ ফাঁদ, এটি আসলে ব্লারে ক্যাসেলের একটি পর্যটক আকর্ষণ! যা উল্টো হয়েই দেখতে হয়!
Tourist-Photos
স্ট্যাচু অব লিবার্টি সাজার চেষ্টা।
Tourist-Photos
অনেক পর্যটক ধসে যাওয়া বিল্ডিং ধরে রাখার মত পোজ দিয়েছিলেন, বৃদ্ধটি বুঝতে পারছিলেন না আসলে কি হচ্ছে? তাই তিনিও পোজ নিলেন।
Tourist-Photos
ঘুমানোর ব্যবস্থা!
Tourist-Photos
তিনি চোরাবালিতে আটকা পড়েননি, পোজ দিয়েছেন মাত্র!