প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে বের হয়। ভ্রমণে সুখকর স্মৃতির সাথে কিছু হাস্যকর ও খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় পর্যটকরা। পর্যটকদের সাথে ঘটা এমনই কিছু মজার ছবি নিয়েই আজকের আয়োজন। চলুন দেখে দেখে নেয়া যাক-
ভয় পাবেন না, আপনাদের কোন ক্ষতি করবো না। জাস্ট একটা ছবি তুলবো!হাতিদের ভালোবাসা অবাক করেছে এই পর্যটকদের! নিশ্চিত, ছবিটি দেখার পর এই পর্যটক বিস্মিত হবেন এবং সারাজীবন মনে রাখবেন!ঢেউ পারিবারিক এই ছবিটি নষ্ট করে দিলো!টাইমিংটা ভালোই ছিলো, তবে এই পর্যটক দেখতে চেয়েছিলেন মানুষ বিপদে কতোটা সাহায্যের হাত বাড়ায়!ভুল যখন মারাত্নক হয়, তবে এই ভুল মানুষের হাসির খোরাক হতে যথেষ্ট!ভেতরে কি আছে একটু দেখি!শিশুটির ছবি তোলার ধরণটা খুবই ভালো।মনে হতে পারে পর্যটকদের জন্য মরণ ফাঁদ, এটি আসলে ব্লারে ক্যাসেলের একটি পর্যটক আকর্ষণ! যা উল্টো হয়েই দেখতে হয়!স্ট্যাচু অব লিবার্টি সাজার চেষ্টা।অনেক পর্যটক ধসে যাওয়া বিল্ডিং ধরে রাখার মত পোজ দিয়েছিলেন, বৃদ্ধটি বুঝতে পারছিলেন না আসলে কি হচ্ছে? তাই তিনিও পোজ নিলেন।ঘুমানোর ব্যবস্থা!তিনি চোরাবালিতে আটকা পড়েননি, পোজ দিয়েছেন মাত্র!