বিউটি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান চারদিকেতে এই রোজায় কেনাকাটায় পাওয়া যাচ্ছে বিশেষ ডিসকাউন্ট। এছাড়াও নির্দিষ্ট পরিমাণ অর্থের পণ্য ক্রয়ে থাকছে গিফট, ভাউচারসহ বিভিন্ন সুবিধা।
১০ মার্চ থেকে শুরু হওয়া এই ঈদ উৎসব চলবে ১ এপ্রিল পর্যন্ত।
৪০০০ টাকার কেনাকাটায় ৪টি ও ২০০০ টাকার কেনাকাটায় পাওয়া যাবে ২টি গিফট। গিফটগুলোর সর্বোচ্চ মূল্য যথাক্রমে ৩৫০ ও ১৫০ টাকা।
রামাদান স্পেশাল প্রাইস লক অফারে ২০০ টাকার রোজ ওয়াটার পাওয়া যাচ্ছে ১৭৫ টাকায়।
এছাড়া বিকাশ পেমেন্টে থাকছে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
অফারের অন্তর্ভুক্ত থাকছে ১৫টাকা থেকে ৩৯৯টাকা মূল্যের যেকোনো পণ্য।
সর্বোচ্চ কেনাকাটা করে প্রতি সপ্তাহে ক্রেতা পেতে পারেন ৫০০০ টাকা মূল্যের ভাউচার। ভাউচারগুলো ব্যবহার করা যাবে আড়ং, সেইলর ও এপেক্সের পণ্য ক্রয়ে। প্রতি সপ্তাহে একজন গ্রাহক পাবেন এই ভাউচার।
বিস্তারিত জানতে ভিজিট করুন chardike.com ওয়েবসাইট।








































