
দুই বছর পর আবারও যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। প্রথম চালানে এসেছে ১০৬ টন চাল। আজ সোমবার বন্দর থেকে চালানটি খালাস করা হয়। এর আগে রোববার রাতে ভারত থেকে চালবোঝাই তিনটি ট্রাক বন্দরে ট্রান্সশিফমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।
যশোরের মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠান এই চালের আমদানিকারক। আমদানি করা নন বাসমতি চালের এলসি মূল্য ৪৫ হাজার ১৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৫৪ লাখ ১৮ হাজার। অর্থাৎ আমদানি করা প্রতিকেজি চালের দাম পড়েছে প্রায় ৫২ টাকা।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) সজিব নাজির জানান, রাতে বেনাপোল বন্দরে আসা চাল শুল্কায়নের পর দ্রুত ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়।
আমদানিকারক মাহবুবুল আলম জানান, আমদানি করা এই চাল নেওয়া হবে ঢাকায়। সীমান্তের ওপারে আরও ১০০ টন চাল বেনাপোল বন্দরে প্রবেশর অপেক্ষায় রয়েছে। পণ্য চ্যানেলটির সিএন্ডএফ এজেন্ট হোসেন অ্যান্ড সন্স।



































