
আগামী ২৮ মে প্রথমবারের মতো চীনে আনুমানিক প্রায় ৫০ টন আম রপ্তানি করা হবে বলে জানিয়েছেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়া।
বুধবার (২১ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এসময় তিনি বলেন, দেশে প্রায় ২৭ লাখ টন আম উৎপাদন হয় এবং নির্দিষ্ট সময়ে এর মৌসুমে শেষ হয়ে যায়। সারাবিশ্বে বাংলাদেশের আমের চাহিদা রয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফরে আম রপ্তানির বিষয়ে অগ্রগতি হয়।
তিনি আরও জানান, চীনের বিভিন্ন প্রভিন্সের সঙ্গে আমাদের সরকারের আলোচনা চলছে, কীভাবে আম রপ্তানি আরও বাড়ানো যায়। এছাড়া অন্য দেশগুলোতেও কিভাবে আম রপ্তানি বাড়ানো যায় তা নিয়ে আমরা কাজ করব।
আমের পাশাপাশি চীনে কাঁঠাল রপ্তানি নিয়েও আমরা ভাবছি বলেও জানান তিনি।





































