বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ জুলাই ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন
শেয়ার

‘প্রতিটি খুন, হামলার পেছনে রাজনৈতিক ইন্ধন জড়িত’


দেশজুড়ে খুন, হামলা, চাঁদাবাজি ও দখলদারির পেছনে রাজনৈতিক মদদ রয়েছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশীদ)। শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিফাত বলেন, “প্রতিটি খুন, প্রতিটি হামলা ও মামলার পেছনে রয়েছে রাজনৈতিক ইন্ধন। রাজনৈতিক শেল্টার ছাড়া এসব ঘটনা ঘটে না। এই শেল্টারই দানব ও হায়েনাদের জন্ম দিচ্ছে।”

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে লাল চাঁদ সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিফাত বলেন, “একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে, সোহাগ নামের একজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমনকি তার নিথর দেহের ওপর দাঁড়িয়ে নাচানাচি করা হয়েছে। এই দৃশ্য আমাদের সেই বর্বর আইয়ামে জাহেলিয়াতের কথা মনে করিয়ে দেয়। বাংলাদেশে এই অন্ধকার সময়কে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে।”

তিনি আরও অভিযোগ করেন, “ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন। সেই ষড়যন্ত্রে সহযোগিতা করা হচ্ছে দেশের ভেতর থেকেও।”

রিফাত বলেন, “আজও যখন হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষ মিছিল করে, তখন তাদের ট্যাগ দেওয়া হয়—‘জঙ্গি’, ‘বিএনপিপন্থী’, ‘শিবির’, ‘বাংলাদেশবিরোধী’, আবার কখনও বলা হয়, তারা ‘ছাত্রলীগের ভেতরের’ বা ‘সাবেক ছাত্রলীগ’। এই ট্যাগিংয়ের রাজনীতি শেখ হাসিনার চেনা কৌশল।”

এ সময় তিনি বিএনপির সমালোচনাও করেন। বলেন, “স্বৈরাচার আমলে বিএনপি নেতৃত্বের অনেকে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজেদের ব্যবসা টিকিয়ে রেখেছিলেন। আমরা বাংলাদেশে আর কাউকে নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে দেব না।”

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইনামুল হাসান ঘোষণা দেন, “আজ শনিবার সন্ধ্যা ৭টায় শাহবাগ মোড়ে মশাল মিছিল অনুষ্ঠিত হবে।” তিনি সারা দেশের ছাত্র-জনতাকে নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।