ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি আইন অনুযায়ী ‘পলায়নের অপরাধে’ তাকে ওই তারিখ থেকে বরখাস্ত করা হয়েছে।
একই ধরনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকতকেও বরখাস্ত করা হয়েছে। তিনি ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
তৃতীয় প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানী ২০২৩ সালের ১১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরি আইন ২০১৮-এর ২(চ) অনুযায়ী পলায়নের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়।
চতুর্থ প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির ট্রাফিক মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ ২০২৩ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে তাকেও ওই তারিখ থেকে বরখাস্ত করা হয়েছে।
সরকার পরিবর্তনের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শৃঙ্খলাভঙ্গ ও অনুপস্থিতির অভিযোগে একের পর এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। আজকের চারজনসহ এ সংখ্যা দাঁড়াল ২১-এ।
উল্লেখ্য, বরখাস্ত হওয়া গোলাম রুহানী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই। তিনি কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ২০২৪ সালের ১১ আগস্ট তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।



































