ছুটি কাটানোর সময় একাধিক বিতর্কিত ঘটনায় জড়িয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। লিগ মৌসুম শেষ হওয়ার পর ২৯ বছর বয়সী পর্ন মডেল ফাতি ভাসকেসের সঙ্গে ডেটিংয়ে গিয়ে আলোচনার জন্ম দেন তিনি। এরপর নতুন করে আলোচনায় আসেন আরেক পর্ন তারকা ক্লদিও বাভেলকে বাসায় আমন্ত্রণ জানানো নিয়ে। তবে বয়স অল্প হওয়ায় ইয়ামালের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বাভেল।
সম্প্রতি ১৮ বছরে পা দিয়েছেন ইয়ামাল। জন্মদিনের আয়োজনও ছিল রাজকীয়। তবে সেই আয়োজন নিয়েও উঠেছে সমালোচনার ঝড়। স্প্যানিশ মডেল ক্লদিও কালভো দাবি করেছেন, তাকে ইয়ামালের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল ১০ থেকে ২০ হাজার ইউরোর বিনিময়ে। টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে বিশেষ কিছু শর্ত দেওয়া হয়েছিল— যেমন সোনালি চুল, নির্দিষ্ট ওজন ও শরীরের মাপ এবং পার্টিতে মোবাইল ফোন নিষিদ্ধ থাকবে।’
ইয়ামালের ইনস্টাগ্রাম পোস্ট করা এক মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে, তার জন্মদিনে উপস্থিত ছিলেন রবার্ট লেভানডভস্কি, রাফিনিয়া, কুবার্সি এবং গাভি। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, পুরো আয়োজন ছিল দুই ধাপে বিভক্ত— একটিতে অংশ নেন সতীর্থ, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা; অন্য অংশে ছিলেন আমন্ত্রিত মডেলরা, যারা নাচ-গানের মাধ্যমে পার্টির আমেজে যোগ দেন।
এমন বিতর্কের প্রেক্ষাপটে বার্সেলোনার নতুন কোচ হানসি ফ্লিকের কাছে প্রশ্ন তোলা হলে তিনি বলেন, “আমি জন্মদিন উদযাপন নিয়ে কোনো সমস্যা দেখি না। ইয়ামাল যদি প্রাক-মৌসুম অনুশীলনে ঠিকঠাক উপস্থিত হয় এবং যথাযথ পরিশ্রম করে, তাহলে সেটা যথেষ্ট।”










































