বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১২ অগাস্ট ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শেয়ার

এনবিআরের ২ কর্মকর্তাকে বদলি


এনবিআরের ২ কর্মকর্তাকে বদলি

বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের দুই কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১১ আগস্ট) এক অফিস আদেশে উপ-কমিশনার মো. শামীম উল আলম এবং এইচ এম কবিরকে যথাক্রমে সিলেট ও রাজশাহী কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

মো. শামীম উল আলম সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে দায়িত্ব পালন করবেন। এছাড়া রাজশাহীতে যোগদান করবেন এইচ এম কবির। উভয় কর্মকর্তাকে এনবিআর প্রধান কার্যালয় থেকে অবমুক্ত করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় যোগদানপত্রের অনুলিপি জমা দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এই পদায়নের তথ্য সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখিত অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, বিভিন্ন কমিশনার ও ট্রেনিং অ্যাকাডেমির মহাপরিচালকসহ জাতীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্টদের কাছে তথ্য পাঠানো হয়েছে। এই পদায়নের মাধ্যমে এনবিআর আরও দক্ষ ও জোরালো নেতৃত্বের মাধ্যমে দেশের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সফল করতে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।