
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২৫০ জনে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) গভীর রাতে আঘাত হানা এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আফগান তথ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সম্পদ কাজে লাগিয়ে হতাহতদের সহায়তার চেষ্টা করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। সেখানে অন্তত ২৫০ জন নিহত এবং আরও ৫০০ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে। প্রধান কম্পনের পর আরও দুটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৫.২।
নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষতি হয়েছে।’
তিনি নির্দিষ্ট হতাহতের সংখ্যা উল্লেখ না করলেও জানিয়েছেন, স্থানীয় প্রশাসন, বাসিন্দা এবং কেন্দ্রীয় সরকারের সহায়ক দলগুলো উদ্ধারকাজে অংশ নিচ্ছে। জীবন বাঁচাতে সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।



































