
এশিয়া কাপের ফাইনালে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটপ্রেমীদের কাছে অন্যরকম উত্তেজনা। আর সেটি যদি ফাইনাল হয়, তবে সেই আবেগের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (২৮ সেপ্টেম্বর) টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অর্থাৎ, আগে ব্যাট করবে পাকিস্তান।
ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। একাদশ থেকে বাদ পড়েছেন হার্শিত রানা ও আর্শদ্বীপ সিংও। তাদের বদলে খেলছেন রিংকু সিং ও শিবম দুবে। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই শিরোপা লড়াইয়ে নেমেছে পাকিস্তান।
এবারের আসরে পাকিস্তানের পারফরম্যান্স একেবারেই ম্লান, বিপরীতে দুর্দান্ত ফর্মে আছে ভারত। তবে সাম্প্রতিক সাফল্য ভারতকে এগিয়ে রাখলেও, ফাইনালে পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইতিহাস বলে, বড় মঞ্চে বিশেষ করে ফাইনালে নিজেদের সেরা খেলাটা খেলতে জানে পাকিস্তান।
চলতি এশিয়া কাপে গ্রুপ পর্ব ও সুপার ফোর—দুই ম্যাচেই ভারতের কাছে হেরেছে পাকিস্তান। তবুও ক্রিকেট বিশ্বে তাদের ফিরে আসার নজির কম নয়। ১৯৯২ বিশ্বকাপ ও ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ফাইনালে দারুণভাবে জ্বলে উঠেছিল। এবারও কি তারা সেই দৃশ্যপটের পুনরাবৃত্তি ঘটাতে পারবে, নাকি ভারতের কাছে টানা তিন ম্যাচের হারের হতাশা নিয়েই ফিরতে হবে—তার উত্তর মিলবে ম্যাচ শেষে।
পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।





































