
ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সতর্ক করে বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যেই রাশিয়া ন্যাটোর সদস্য কোনো দেশে হামলা চালাতে পারে। জার্মানিতে এক বক্তৃতায় তিনি জানান, রাশিয়া ইতোমধ্যে ন্যাটোর বিরুদ্ধে গোপন অভিযান বাড়িয়েছে এবং জোটকে অতীতের বড় যুদ্ধের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
এই সতর্কবার্তা এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া- ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতা করছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন- ইউরোপের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা রাশিয়ার নেই; তবে ইউরোপ যুদ্ধ শুরু করলে রাশিয়া প্রস্তুত রয়েছে।
পুতিনের বক্তব্য ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করতে পারেনি, কারণ ২০২২ সালে ইউক্রেন আক্রমণের আগেও তিনি একই ধরনের কথা বলেছিলেন। পুতিন অভিযোগ করেছেন- ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রচেষ্টার পথে ইউরোপ বাধা সৃষ্টি করছে এবং শান্তি পরিকল্পনার খসড়া পরিবর্তনে ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প মধ্যস্থতা করলেও শান্তি পরিকল্পনার খসড়া শেষ পর্যন্ত রাশিয়ার দিকেই ঝুঁকতে পারে—এ কারণেই ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পাশে রয়েছে।
সূত্র: বিবিসি







































