
ভারতে মেসির বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর’ শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। এরই মধ্যে নিশ্চিত হয়েছে ১৩ ডিসেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সরাসরি সাক্ষাৎ করবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও ফুটবল জাদুকর লিওনেল মেসি।
বৃহস্পতিবার এক্স-এ পোস্ট করে শাহরুখ খান জানান, তিনি উপস্থিত থাকবেন কলকাতার এই বিশাল আয়োজনে। পোস্টে তিনি লেখেন, “এইবার কলকাতায় আমার নাইটের পরিকল্পনা নয়… আশা করছি দিনটা পুরোপুরি মেসির হবে। ১৩ তারিখ সল্টলেকে দেখা হবে।”
মায়ামি থেকে রওনা দিয়ে মেসি ১৩ ডিসেম্বর রাত ১টা ৩০ মিনিটে কলকাতায় পৌঁছাবেন। সকাল ৯টা ৩০ মিনিট থেকেই তাঁর ব্যস্ত কর্মসূচি শুরু হবে। থাকছে একাধিক বৈঠক, সাক্ষাৎ ও বিশেষ অনুষ্ঠান। কলকাতা সফরে তিনি দেখা করবেন সৌরভ গাঙ্গুলি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
এদিন দুপুর ২টায় মেসি উড়াল দেবেন হায়দরাবাদের উদ্দেশে। সেখানে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বহুল প্রতীক্ষিত ৭ বনাম ৭ প্রদর্শনী ফুটবল ম্যাচ। উপস্থিত থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিও। সন্ধ্যায় হবে মেসির ক্যারিয়ার ঘিরে আয়োজিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান।
হায়দরাবাদ পর্বে থাকছে তরুণ ফুটবলারদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিক, যেখানে মেসির সঙ্গে থাকবেন তাঁর ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দে পল ও লুইস সুয়ারেজ। তারা শিশু-কিশোরদের প্রশিক্ষণ দেবেন, অনুপ্রেরণা যোগাবেন এবং ফুটবল নিয়ে নানা পরামর্শ শেয়ার করবেন।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া





































