
যেকোনো মূল্যে দেশে নির্বাচন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশে ষড়যন্ত্র থেমে নেই। দেশের কল্যাণে সবাই ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংসের পথে যাবে বলে তিনি সতর্ক করেন। তাঁর ভাষায়, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই ষড়যন্ত্র বন্ধ হবে, আর সে জন্য যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এ হামলার পেছনে কারও কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে তিনি কিছুদিন আগে চট্টগ্রামে বিএনপির এক কর্মীর ওপর হামলার ঘটনাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, এসব ঘটনা ঘটিয়ে কেউ হয়তো রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে।
অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলের মতো করে বিএনপি দেশ পরিচালনা করবে না। বরং পরিবর্তন এনে জনগণের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির মাধ্যমে যে রূপরেখা তুলে ধরা হয়েছে, বিএনপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করা হবে।
দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, রাজনীতিবিদদের মানুষের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। বসে থাকলে চলবে না বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির দায়িত্ব ও করণীয় তুলে ধরে তিনি আরও বলেন, দলের প্রতিটি পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়া এখন সবচেয়ে বড় দায়িত্ব। বিএনপির নেতা-কর্মীদের শুধু জনগণের দোরগোড়ায় গেলেই চলবে না, পরিকল্পনাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।






































