ইতিমধ্যে মিলির জন্য হাত বাড়িয়ে দিয়েছেন কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি ছাত্রছাত্রী, কর্মী, ব্যবসায়ীরা। পাশাপাশি খাংউওন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাসহ বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরাও সাহায্যের হাত বাডিয়ে দিয়েছেন। ইতিমধ্যে ৮ মিলিয়ন উওন সহায়তা পাওয়া গেছে বলে জানা গেছে। আসুন আমরা সবাই মিলির পাশে দাড়াই।
মিলিকে সাহায্য পাঠাতে পারেন নিন্মের একাউন্টে
Name: Mohammad Zahirul Islam
A/C NUMBER: 110-279-801357
Shinhan Bank
ফ্রী পোর্টের অনুষ্টান
সিউলের মাইগ্রান্ট কালচার এন্ড আর্ট সেন্টার ফ্রী পোর্ট মিলির জন্যে একটি অনুষ্টানের আয়োজন করেছে। আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত চলবে অনুষ্টানটি। ১০ হাজার উওন দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। বিস্তারিত জানতে www.freeport.or.kr এ ক্লিক করুন।








































