শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৭ ফেব্রুয়ারী ২০১৫, ৩:০৬ অপরাহ্ন
শেয়ার

টু-জিতে সাশ্রয়ী নতুন ফেসবুক অ্যাপ


Facebook

সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ইন্টারনেটে কম ডেটা খরচ হবে এমন সুবিধার অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করেছে।

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ১ মেগাবাইটেরও কম এই অ্যাপের মাধ্যমে সাধারণ অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনেই ফেসবুক ভালোভাবে ব্যবহার করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা ।

‘ফেসবুক লাইট’ নামের এ অ্যাপটি দ্বিতীয় প্রজন্মের (টু-জি) নেটওয়ার্কেই চলবে। অ্যাপটি মূলত বাংলাদেশ, ভিয়েতনাম, নাইজেরিয়া, নেপাল, দক্ষিণ আফ্রিকা, সুদান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো দেশগুলোর কথা চিন্তা করে তৈরি করা হয়েছে।

ফেসবুক বলছে, এ অ্যাপটি যেমন ফোনে অনেক কম জায়গা নেবে, তেমনি অ্যানড্রয়েড-চালিত কম দামি কিংবা কম সুবিধার ফোনেও সহজেই চলবে। ইন্টারনেটের ডেটা খরচও অনেক কম হবে।

ছবি দেখা, ফেসবুক মেসেঞ্জার, স্ট্যাটাস হালনাগাদসহ অন্য সুবিধাগুলো সাধারণত কম্পিউটার কিংবা উন্নত স্মার্টফোনে যেভাবে ব্যবহার করা হয়,কম ডেটা খরচের মাধ্যমে একইভাবে এই অ্যাপেও তা করা যাবে।

গুগল প্লে থেকে ফেসবুক লাইট অ্যাপটি পেতে এখানে ক্লিক করুন।