শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৬ সেপ্টেম্বর ২০১৫, ৬:২৯ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ সফর পেছাল অস্ট্রেলিয়া


Australiaদুটি টেস্ট খেলতে আগামী সোমবার ঢাকায় পা রাখার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ সফর পিছিয়ে দিচ্ছে স্টিভেন স্মিথের দল। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতি অনুযায়ী, ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেশটির সরকার নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছে। জঙ্গি আক্রমণের সম্ভাবনা আছে জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলা হয়েছে, ‘জঙ্গি গ্রুপের টার্গেট হতে পারেন সফরকারীরা।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বলেন, “আমরা ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) থেকে নির্দেশনা পেয়েছি। তাদের তথ্যের উপর ভিত্তি করে নিরাপত্তা বিশেষজ্ঞ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সফরের জন্য একটি পরিবর্তিত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।

তিনি আরো জানান, আমরা বাংলাদেশ সপরে গিয়ে সব কটি ম্যাচ খেলতে চাই। কিন্তু সবার আগে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।

তবে শিগরিরই বাংলাদেশ সফরের নতুন তারিখ জানানো হবে বলে তিনি জানান।