সিউল, ৯ ফেব্রুয়ারি, ২০১৪:
দীর্ঘদিনের প্রত্যাশিত বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র প্রথম কমিটি আজ গঠিত হয়েছে। আজ সিউলের কোরিয়া একচেঞ্জ ব্যাংকের হেড অফিসে আবুবকর সিদ্দিক রানাকে সভাপতি এবং এম এন ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন কিম সিরাজী রবিন, ছোটন আহমেদ, এম জামান সজল, মনির হোসেন, হারুন অর রশিদ, মনিরুজ্জামান মিলন সুইট, কাজী সাইফুল করিম সুইট, ইমন রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ হোসাইন, হাসিবুর রহমান হাসিব, শিমুল (এক্সেল), ফাইজ আহমেদ মুসলিম, আব্দুল খালেক, আরিফুল ইসলাম, জালাল আহমেদ, ওয়াদুদ আহমেদ, সরওয়ার কামাল, হিজবুল আলম, কে এম আসাদুজ্জামান আসাদ, মোঃ এলান খান চৌধুরী, সিরাজুল মোমিন প্রিন্স, আনোয়ার হোসেন, আকিল উদ্দিন আহমেদ, মোঃ আল আমিন, মোঃ আব্দুর রহিম, আহসান উল্লাহ, গোলাম হাফিজ, রচি কামাল।
নির্বাহী কমিঠি গঠনতন্ত্র অনুযায়ী ১১ সদস্যের একটি উপদেষ্ঠা পরিষদ গঠন করে। সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এবং অনারারী কনসাল জেনারেল পদাধিকারবলে উপদেষ্ঠা পরিষদের সদস্য থাকবেন। নির্বাহী সদস্যদের সম্মতিক্রমে বাংলাদেশী ৫ জন সম্মানিত নাগরিককে উপদেষ্ঠা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়। পাঁচজন উপদেষ্ঠা হলেন সম্রাট হোসেন রাজু, মাসুদ আক্তার মিজান, আমির হোসেন মুরাদ, আরশাদ আলম বিকি, মোহাম্মদ আমিন। পরবর্তীতে কোরিয়ান সম্মানিত চারজন নাগরিক উপদেষ্ঠা হিসেবে নিয়োগ দেওয়া হবে।
কোরিয়ায় বাংলাদেশীদের একক ফ্লাটফর্ম বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে) আজকের প্রথম নির্বাহী কমিটি গঠনের মাধ্যমে কোরিয়ায় যাত্রা শুরু করলো। সকল দল, মত, ধর্ম, পেশা নির্বিশেষে কোরিয়ায় বসবাসরত সকল বাংলাদেশীকে নিয়ে গঠিত এই সংগঠন পরিচালিত হবে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। আজকের নির্বাচনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কর্মজীবী, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, গবেষকসহ বিভিন্ন পেশার বাংলাদেশীরা।
কোরিয়ায় প্রবাসীদের একক একটি সংগঠন তৈরীর লক্ষ্যে গত বছরের ১ সেপ্টেম্বর একটি সমন্বয় কমিটি গঠিত হয়। সমন্বয় কমিটি ফেব্রুয়ারীর মধ্যে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ শুরু করে। আজ কমিটি গঠনের মাধ্যমে সমন্বয় কমিটি বিলুপ্ত হয়।






































