সিউল, ১৪ মে ২০১৪:
ইপিএস পদ্ধতিতে কোরিয়া যেতে ইচ্ছুক প্রার্থীদের প্রাথমিক রেজিস্ট্রেশন শেষ হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে। ছয় ঘন্টার নির্ধারিত সময়ে ৪৫হাজার ১৩১জন প্রার্থী প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।
প্রার্থীর সংখ্যা ৩৯০০ এর বেশি হওয়ায় ২০ মে দুপুর ১২টার পর কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারীর মাধ্যমে পরীক্ষার জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
লটারীতে নির্বাচিত প্রার্থীগণ ২৩ থেকে ৩০ মে’র মধ্যে মূল পাসপোর্ট ও পুরাতন সকল পাসপোর্ট (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, এসএসসি সার্টিফিকেট এর মূলকপি, পাসপোর্ট সাইজের ২কপি সাইজের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) সহ স্বশরীরে বোয়েসেলে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করতে হবে। চুড়ান্ত রেজিস্ট্রেশনের সময় কোন তথ্য গড়মিল হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে।






































