Search
Close this search box.
Search
Close this search box.

nurরাজধানীর হাতিঝিলে সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। রোববার রাতে বিষয়টি নুর নিজেই তার ফেসবুক পেজে জানিয়েছেন। ডাকসু ভিপি বলেন, ‘বড় ধরনের দুর্ঘটনা থেকে এবারের মতো বেঁচে ফিরলাম। বাইকে হাতিরঝিল দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হই।

‘খুব বড় ধরনের আঘাত পাইনি, তবে ভয়াবহ হতে পারত। পেছনের বাইক আমাদের ওভারটেকিং করছিল, এমন সময় অন্যদিক থেকে ট্রাক আসছিল– দুটি বাইক ছেঁচড়ে পড়ে যায়।’ নুর বলেন, পেছনের বাইকে চালকের পেছনে আমি ছিলাম। হাত, পা, শরীরে ব্যথা পেয়েছি, কয়েক জায়গায় একটু ছিলে গেছে।

chardike-ad

দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিপি নুর। তিনি বলেন, কৃতজ্ঞতা ও প্রশংসা মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি বিপদ থেকে হেফাজত করেছেন। সবাই দোয়া করবেন বিপদে যেন এভাবে মহান আল্লাহর রহমত পাই।