Search
Close this search box.
Search
Close this search box.

জাপানের শেষ আটের স্বপ্ন

সিউল, ১১ জুন ২০১৪:

এশিয়ান হেভিওয়েট জাপান ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নির্ধারণ করেছে। সোমবার দলটির চৌকস মিডফিল্ডার কেইসুকে হোন্ডা জাপানের লক্ষ্যটা পুনর্ব্যক্ত করলেন। তিনি বলেন, বিশ্বকাপে জাপান বিস্ময়কর কিছু করবে এবং তারা খেলবে কোয়ার্টার ফাইনালে।

chardike-ad

1.+Japan's+Keisuke+Honda+(L)+celebrates+with+teammates+after+scoring+against+Zambia+during+their+international+friendly+soccer+match+ah১৫ জুন রেসিফিতে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে জাপানের। এ সপ্তাহেই ব্রাজিলের উদ্দেশে উড়াল দেবে ‘ব্লু সামুরাই’রা। একে সামনে রেখে হোন্ডা বলেন, ‘প্রথমত গ্রুপ পর্ব পার হওয়ার ১০০ শতাংশ সম্ভাবনা রয়েছে আমাদের। এরপর বিশ্বকাপে যে কোনো কিছু হতে পারে। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার মতো যথেষ্ট ভালো অবস্থায় রয়েছি আমরা। এজন্য নিঃসন্দেহে আমাদের সবাইকে ফিট থাকতে হবে। আমরা যদি নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারি এবং কোনো ভুল না করি, তবেই কোয়ার্টার ফাইনালে উঠে যাব। আমরা কোনো অঘটনও ঘটিয়ে ফেলতে পারি। আমি কেবল আদর্শিকভাবেই নয়, বাস্তববাদী হয়েই কথাটা বলছি। মনে হয় সর্বশেষ ১০ দিনের অনুশীলনটা আমাদের জন্য ফলপ্রসূ হবে।’

‘সি’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ আইভরি কোস্ট, গ্রিস ও কলম্বিয়া। ব্রাজিলের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে জাপানের দক্ষিণাঞ্চলে অপেক্ষাকৃত গরম আবহাওয়ায় অনুশীলন করছেন হোন্ডারা। এরপর ব্রাজিল পৌঁছার আগে তারা ঘাঁটি গাড়বেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এএফপি