বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন

 

chardike-ad

বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার।

বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ।

১৯৯৮ সালের ২৩ জুন চালু হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা নদীর উপর নির্মিত এই সেতুকে অনেকে যমুনা সেতু বলেন। প্রথমদিকে গুগল ম্যাপেও এই সেতুর নাম যমুনা সেতু লেখা ছিল। পরে গুগল ম্যাপে এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়।

অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করছে অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় যোগাযোগ খাতের দেশের দুই বড় স্থাপনার নাম পরিবর্তন করা হলো।