নোয়াখালীতে ডা.মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন

 

chardike-ad

নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ও এম.এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় গতকাল শনিবার সকালে দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চাটখিল-সোনাইমুড়ি উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনের নিয়ে ইমাম সম্মেলন২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়েছে।

ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ.কে.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিষ্টার নজরুল ইসলাম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, ধর্মীয় আলোচক নুরুল করিম বেল্লালী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তজা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম, সাইমন শিল্পগোষ্ঠীর পরিচালক ছালাউদ্দিন ভূইয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ইমামরা শুধু মসজিদের ইমাম নয়, তারা পুরো সমাজের ইমাম। তাই ইমামদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। একটি সুন্দর সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম। ইমাম-মুয়াজ্জিনরা যেন মর্যাদাপূর্ণ বেতন-ভাতা পায় সে জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

সভাপতি ক্যাপ্টেন এ.কে.এম গোলাম কিবরিয়া বলেন, শুধু নামাজ আর তসবিহ পড়ার জন্য ইসলাম আসে নি। ইসলাম এসেছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রেই ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা সর্বাগ্রে। তাই ইমাম-মুয়াজ্জিনদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক তথ্য-প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ইমাম-মুয়াজ্জিনদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন।

সম্মেলন উপস্থিত দুই উপজেলার প্রায় ২ হাজার ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।