শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩০ এপ্রিল ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
শেয়ার

১০৪ রানে থামলেন মিরাজ, বাংলাদেশ অলআউট ৪৪৪ রানে


১০৪ রানে থামলেন মিরাজ, বাংলাদেশ অলআউট ৪৪৪ রানে

গতকাল শেষ সেশনের বিপর্যয়ের পর তৃতীয় দিন দেখার ছিল বাংলাদেশ কতক্ষণ প্রতিরোধ গড়ে লিড বাড়িয়ে নিতে পারে। সেই লক্ষ্যে ভালোই সফল হয়েছে তারা। ২৭৯ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪৪৪ রানে থেমেছে। যার কারিগর মেহেদী হাসান মিরাজ। সকাল থেকে একপ্রান্তে দুর্গ গড়ে খেলেছেন তিনি। তাইজুল ও তানজিমকে নিয়ে গড়েছেন দুটি দুর্দান্ত জুটি। তাইজুলের সঙ্গে ৬৩ রানের জুটির পর লেজের দিকে সবচেয়ে বড় জুটিটা গড়েছেন তানজিম সাকিবকে নিয়ে। ৯৬ রানের সেই জুটিতেই লিড দুইশ ছাড়ায় বাংলাদেশের। তানজিমের আউটের পর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পাওয়া মেহেদী হাসান মিরাজের ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিনসেন্ট মাসেকেসার বল এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়েছেন ১০৪ রানে। এই উইকেট তুলেই অভিষেকে পাঁচ শিকারের নজির গড়েছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার। একটি করে নিয়েছেন ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা, ওয়েসলি মাধেভেরে ও ব্রায়ন বেনেট।

বাংলাদেশ ৪৪৪ রানে গুটিয়ে যাওয়ায় এখন তারা এগিয়ে আছে ২১৭ রানে।

তানজিমের আউটের পর মিরাজের সেঞ্চুরি

নবম উইকেটে মেহেদী হাসান মিরাজকে দারুণ সঙ্গ দিয়েছেন পেসার তানজিম সাকিব। ৯৬ রানের জুটি গড়েন তারা। তাদের জুটিতে ভর করেই লিড দুইশ ছাড়ায় বাংলাদেশের। দুর্ভাগ্য ১২২.৫ ওভারে মাধেভেরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট লেগ ফিল্ডারের ক্যাচে পরিণত হন তানজিম। তাতে ৪১ রানে ফিরেছেন তিনি। তবে অপরপ্রান্তে দুর্গ গড়ে খেলা মিরাজ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৪৩ বলে স্পর্শ করেন তিন অঙ্ক।

রিভিউ নিয়ে রক্ষা পেলেন মিরাজ

বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু হয় ১৫ মিনিট দেরিতে। খেলা শুরু হলে দারুণ খেলতে থাকা মিরাজকে ১১৭.৪ ওভারে এলবিডাব্লিউতে আউট দিয়েছিলেন আম্পায়ার। মিরাজ রিভিউ নিয়ে রক্ষা পেয়েছেন। টিভিতে দেখা গেছে, বল ব্যাটের কানায় লেগে প্যাডে আঘাত করেছিল।

চারশ পার করে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

তৃতীয় দিন লিড বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথম সেশনের শেষ দিকে আবার বৃষ্টি নামায় একটু আগে শেষ হয়েছে এই সেশন। চলছে লাঞ্চ বিরতি। তার আগে প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর ছাড়িয়েছে চারশ। প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ১১৪ ওভারে ৮ উইকেটে ৪০৪ রান। লিডও দাঁড়িয়েছে ১৭৭।

সকালের সেশনে কিছুক্ষণের জন্য বৃষ্টি বাগড়া দিলেও বাংলাদেশ তাদের লক্ষ্যে ছিল অবিচল। মাত্র একটি উইকেট হারিয়ে ১১৩ রান যোগ করেছে। যার পেছনে অবদান মেহেদী হাসান মিরাজের। গতকালের শেষ দিকে দলের বিপর্যয়ের পর প্রান্ত আগলে খেলছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন তাইজুল ইসলাম। অষ্টম উইকেটে ৬৩ রান যোগ করেন তারা। তাইজুলের বিদায়ের পর এবার নবম উইকেটে পেসার তানজিম সাকিবকে নিয়ে ফিফটি প্লাস জুটি গড়ে এগিয়ে চলেছেন মিরাজ। এই জুটি বিরতিতে যাওয়ার আগে অবিচ্ছিন্ন ৬২ রানে। মিরাজ দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন। ব্যাট করছেন ৭৬ রানে। ২৯ রানে ব্যাট করছেন তানজিম সাকিব।

 

দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ১২৯.২ ওভারে ৪৪৪/১০ (হাসান ০*; এনামুল ৩৯, মুমিনুল ৩৩, সাদমান ১২০, শান্ত ২৩, জাকের ৫, মুশফিক ৪০, নাঈম ৩, তাইজুল ২০, সাকিব ৪১, মিরাজ ১০৪), লিড ২১৭ রান।

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৯০.১ ওভারে ২২৭/১০( সিগা ১৮*: বেনেট ২১, কারান ২১, আরভিন ৫, উইলিয়ামস ৬৭, মাধেভেরে ১৫, মাসাকাদজা ৬, এনগারাভা ০, মাসেকেসা ৮, ওয়েলচ ৫৪,মুজারাবানি ২)