Search
Close this search box.
Search
Close this search box.

তিন কিশোরকে অপহরণ করেনি হামাস

ইহুদিবাদী ইসরাইলের পুলিশ স্বীকার করেছে, তিন ইসরাইলি কিশোর অপহরণ ও হত্যার ঘটনায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জড়িত ছিলে না। এ ঘটনার অজুহাতেই মূলত অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরুর করে ইহুদিবাদী ইসরাইল। মানবতা বিরোধী এ আগ্রাসনের তিন সপ্তাহ পর এ কথা স্বীকার করল ইহুদিবাদী পুলিশ।

20115145420263734_20 বৃটেনের সরকারি অর্থে পরিচালিত সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইহুদিবাদী পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেন, “তিন  ইহুদি কিশোরকে অপহরণের নির্দেশ হামাস দেয়নি। যারা এ তিন কিশোরকে হত্যা করেছে তাদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই।” তারা নিজেরাই এককভাবে এ কাজ করেছে বলে স্বীকার করেন  মিকি রোজেনফিল্ড।

chardike-ad

গত ১২ জুন ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরাইলের তিন কিশোর নিখোঁজ হওয়ার সঙ্গে হামাস জড়িত বলে ব্যাপক অভিযোগ তোলা হয়েছিল। হামাস একাধিকবার সে অভিযোগ নাকচ করে দিয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ আবু খাজির নামে ১৬ বছরের এক কিশোরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলিরা।

এ ছাড়া হামাস সদস্য ও ফিলিস্তিনি সংসদের স্পিকারসহ ফিলিস্তিনি নাগরিকদের ব্যাপক ধরপাকড় এবং অপহরণও করছে ইহুদিবাদী সেনারা। ফিলিস্তিনি শিশুরাও এ গ্রেফতারের হাত থেকে রক্ষা পায়নি। সূত্র: ওয়েবসাইট