শ্রীলংকায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র (অনুর্ধ্ব-২০ বছর) র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর ওপেন বিভাগে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
ফিদে মাস্টার তাহসিন ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপের জন্য শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভার সাথে টাই করেন। পরে টাইব্রেকিং পদ্ধতিতে তাহসিন শিরোপা জয় করেন। আন্তর্জাতিক মাস্টার ডি সিলভা রানার-আপ হন।
গতকাল বুধবার এই র্যাপিড দাবা চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। ৭ খেলায় ৫ পয়েন্ট নিয়ে দেশের আরেক ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ষষ্ঠ স্থান লাভ করেন।