বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
মোঃ আব্দুল কাইয়ুম ক্যারিয়ার ১৭ জুন ২০২৫, ৩:০১ অপরাহ্ন
শেয়ার

প্রফেশনাল নেটওয়ার্কিং


প্রফেশনাল নেটওয়ার্কিং
শুধু CV দিয়ে ক্যারিয়ার শুরু করাটা আজকাল বেশ কঠিন। আর বিষয়টি নিয়ে এই লেখায় আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই।

‌‘ভাই, আপনার টিমে একটা চাকরির সুযোগ পেলে ভালো হতো। CV পাঠিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি!’ এই কথা আমাকে প্রায়ই শুনতে হয় এবং আমি নিশ্চিত আমার মতো আরো অনেককেই কথাটা শোনা লাগে। বাস্তবতা হলো, এখন শুধু CV যথেষ্ট নয়। তার উপর CV যদি ৫-১০ সেকেন্ডে ইমপ্রেশন তৈরি না করতে পারে, সেটা সিস্টেম থেকে Shift+Delete হয়ে যায়।

তবে আজকে আমি CV নিয়ে কথা বলব না। কারণ এখনকার জব মার্কেটে ‘আপনি কী পারেন’ এর চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘আপনি কি পারেন সেটা কয়জন মানুষ জানে?’ হ্যাঁ, আসলেই তাই! আর এটাই হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং।

প্রফেশনাল নেটওয়ার্কিং মানে কী?
নেটওয়ার্কিং মানে হলো, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া এবং পরিচয়টা ধরে রাখা। আর প্রফেশনাল নেটওয়ার্কিং হলো, আমি যদি ডেভেলপমেন্ট কমিউনিকেশন্স-এ ক্যারিয়ার করতে চাই তাহলে এই সেক্টরের মানুষের সাথে পরিচিত হওয়া, নিজের আগ্রহ, দক্ষতা আর কাজ সম্পর্কে তাদের জানানো যাতে ভবিষ্যতে যদি কোন সুযোগ তৈরি হয়, সবার আগে যেন আপনার নাম মাথায় আসে।

কেন প্রফেশনাল নেটওয়ার্কিং এত জরুরি?
অনেক কাজ বা সুযোগের বিজ্ঞাপনই আসে না, নেটওয়ার্কের মাধ্যমে খোঁজা হয়। ছোট ছোট এসাইনমেন্টের জন্য, প্রফেশনাল নেটওয়ার্কই সবচেয়ে বড় রিসোর্স। আমার নিজের ক্যারিয়ারও এক বড় ভাইয়ের রেফারেন্সেই শুরু, ২০০৩ সালে, ওয়েবসাইটের কাজ জানি জেনে উনি নিজেই ফোন করেছিলেন। তখন পার্ট টাইম দিয়ে শুরু করেছিলাম, সেটা পরে ফুল টাইম, ফুল টাইম থেকে গড়িয়ে গড়িয়ে এখন ২০ বছরেরও বেশি হয়ে গেল।

তবে শুধু চাকরির জন্যই না, প্রফেশনাল নেটওয়ার্কিং এর মাধ্যমে অভিজ্ঞদের কাছ থেকে শেখা যায়, গাইডলাইন পাওয়া যায়।

এবার কথা হচ্ছে, কিভাবে শুরু করতে হবে?
যারা আপনার পছন্দের সেক্টরে কাজ করছে, তাদের Linkedin আর Facebook এ ফলো করা শুরু করুন। মাঝে মধ্যে ইনবক্সে নক করুন—but with value: শুধু “Hi” না লিখে সরাসরি লিখুন আপনি কেন তাকে ফলো করছেন বা তার কাজ আপনার কেন ভাল লাগে। তবে ভুলেও বলা যাবে না আমার চাকরি লাগবে। তার সাথে কোন ইভেন্টে দেখা হলে নিজের ২০-৩০ সেকেন্ডের ‘পার্সোনাল পিচ’ রেডি রাখুন। বার্থডে উইশ, পোস্টে কমেন্ট, কিংবা কাজের ছোট আপডেট দিয়ে সম্পর্কটা সক্রিয় রাখতে হবে সবসময়। তবে খেয়াল রাখতে হবে নেটওয়ার্কিং হবে দুই তরফা। মানে, যখন দরকার, আপনাকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

নিজের অনেক স্কিল থাকলেও, তা যদি কেউ না জানে, তাহলে সেটার সঠিক মূল্যায়ন হয় না। তাই আজ থেকেই আন্তরিকতার সাথে শুরু হোক আপনার প্রফেশনাল নেটওয়ার্কিং-এর যাত্রা।

মোঃ আব্দুল কাইয়ুম: হেড অব কমিউনিকেশনস, ইউএনডিপি বাংলাদেশ।