সাবেক সংসদ সদস্য ও কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে ৭টি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির তদন্তকারী কর্মকর্তাদের আলাদা আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ডের এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, জাফর আলমের নামে চকরিয়া থানার পাঁচটি ও পেকুয়া থানার দুটি মামলা আছে। এর মধ্যে চকরিয়া থানার ৫টি মামলায় ১৪ দিন এবং পেকুয়া থানার ২টি মামলায় ৪ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।